ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

৩০ বছর পর গ্র্যাচুইটি পেলেন হলি ফ্যামিলি হাসপাতালের অবসরপ্রাপ্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
৩০ বছর পর গ্র্যাচুইটি পেলেন হলি ফ্যামিলি হাসপাতালের অবসরপ্রাপ্তরা

ঢাকা: দীর্ঘ ৩০ বছর পর গ্র্যাচুইটির বকেয়া অর্থ পেলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম ধাপে ৬৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে চেক দেওয়ার মাধ্যমে ৬৪ লাখ ৮৬ হাজার ১১২ টাকা গ্র্যাচুইটির অর্থ দেওয়া হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ৩৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে গ্র্যাচুইটির বকেয়া অর্থ দেওয়া হবে। হাসপাতালের নিজস্ব তহবিল থেকে এসব অর্থ দেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে হলি ফ্যামিলি হাসপাতালের লাইব্রেরি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গ্র্যাচুইটির চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব।

এ সময় তিনি ১৫ই আগস্টের শহীদদের স্মরণে মাসব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন। বিশেষ এই ক্যাম্পেইনে আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে প্রতি শুক্রবার বিনামূল্যে মা ও শিশু বিষয়ক রোগের চিকিৎসা দেওয়া হবে।

আবদুল ওয়াহ্‌হাব বলেন, স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রাখছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে শুরু হওয়া বিভিন্ন সময়ের জটিলতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি দেওয়া বন্ধ ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হাসপাতালের পুরনো গৌরব ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা গ্র্যাচুইটি দেওয়া শুরু হয়েছে। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের সাত মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধ করাসহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।

হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।