ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
খুমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা ফাইল ছবি

খুলনা: ক্রমেই ভয়াবহ হচ্ছে খুলনায় ডেঙ্গু পরিস্থিতি। এতে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর চাপ বাড়ছে।

পরিস্থিতি দিন দিন যেভাবে অবনতির দিকে যাচ্ছে, তাতে এবার বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে খুমেক হাসপাতালে ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২০ জন।

শনিবার (১২ আগস্ট) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৫৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর ছাড়পত্র নিয়েছে চার জন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।