ফরিদপুর: ফরিদপুরের সালথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিতু আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিতু উপজেলা সদরের সালথা গ্রামের জুয়েল মাতুব্বরের স্ত্রী। তিন বছর বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে।
মিতুর দেবর মো. বাদল হোসেন জানান, গত ১৬ সেপ্টেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হন মিতু। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে টানা তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ২৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে ফরিদপুর হাসাপাতালে ৩৫৭ জন চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এসআরএস