ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ২ হাজারের অধিক লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
দেশে ২ হাজারের অধিক লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায় বিশ্ব জলাতঙ্ক দিবসে খুলনায় র‌্যালি।

খুলনা: ‌‘জলাতঙ্ক হলো ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এটি এক প্রকার নীরব ঘাতক।

প্রতিবছর দেশে দুই হাজারের অধিক লোক এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে’।

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) খুলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।  

বুধবার দুপুরে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রচার-প্রচারণার মাধ্যমে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। র‌্যাবিস ভাইরাসে সংক্রমিত কুকুর, শিয়াল ও বাদুড় রোগটির প্রধান বাহক। তাই এসব প্রাণী কামড়ালে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর যথাসময়ে প্রতিরোধি টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।  

আলোচনাকালে বিশেষত পোষা ও মালিকবিহীন সব কুকুরকে প্রতিরোধমূলক ভ্যাকসিনের আওতায় আনার আহ্বান জানান অতিথিরা।

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ফেরদৌসী বেগম।  

সভায় জলাতঙ্ক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডা. এবিএম জাকির হোসেন।  

অনুষ্ঠানে কেসিসির ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহবার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।  

খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।