ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: সালথায় প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
ডেঙ্গু: সালথায় প্রাণ গেল গৃহবধূর

ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মিলু বেগম (৫৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

মিলু বেগম উপজেলার খারদিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শনিবার বিকেল ৩টার দিকে মিলু বেগম নামে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।