ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পাবনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
পাবনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

পাবনা: মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল পাবনা’র উদ্যোগে শনিবার জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত জোড়গাছা গ্রামে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের আরএমও ডা. মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য ক্যাম্পে শতাধিক দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।



হাসপাতালের এসপিও মুহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় মেডিসিন, গাইনী, ইএনটি, চক্ষুসহ বিভিন্ন রোগী দেখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ইউপি সদস্য সায়েম উদ্দিন, সমাজ সেবক ময়দান প্রামানিক প্রমুখ।

হাসপাতালের এসপিও মুহাম্মদ নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পবিত্র রমজান পর্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চলে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কার্যক্রম চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।