ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী করেছে সরকার: ঢামেক পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী করেছে সরকার: ঢামেক পরিচালক

ঢাকা: নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন জানালেন ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল মো. আসাদুজ্জামান। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডা. সামন্ত লাল সেন যুগযুগ ধরে রাত দিন ২৪ ঘণ্টা রোগীদের নিয়ে কাজ করছেন ও রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এমন যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত করেছে সরকার।

শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বাংলানিউজকে বলেন।

তিনি আরও বলেন, তিনি নিজেও নতুন পরিচালক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন কিছুদিন আগে। পত্র-পত্রিকায় অনলাইনে দেখেছি রাত-দিন ২৪ ঘণ্টা রোগীদের নিয়ে কাজ করছেন ডা. সামন্ত লাল সেন স্যার। তার মতো ব্যক্তিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পাওয়া নিজেকে গর্বিত মনে হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যোগ্য লোককেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।