ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসাধীন পঙ্কজ দেবনাথকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
চিকিৎসাধীন পঙ্কজ দেবনাথকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: চিকিৎসাধীন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দেখতে এবং চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করেন মন্ত্রী।

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন হাসপাতালে পঙ্কজ দেবনাথের সঙ্গে কথা বলেন ও তার চিকিৎসার খোঁজ খবর নেন।

হাসপাতালে তার চিকিৎসা ভালো হচ্ছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।