ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জ্বরঠোসার ব্যথায় ভুগছেন? জেনে নিন টিপস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
জ্বরঠোসার ব্যথায় ভুগছেন? জেনে নিন টিপস ছবি: সংগৃহীত

অনেকেরই ঠোঁটে বা নাকের পাশে জ্বরঠোসা ওঠে। সাধারণত জ্বরের পরে এটি বেশি দেখা যায়।

এই জ্বরঠোসা আমাদের যন্ত্রণা দেয়, দেখতেও খারাপ লাগে।

বিশেষজ্ঞরা বলেন, জ্বরঠোসা ছোঁয়াচে। আর জ্বরঠোসা পুরোপুরি সারতে প্রায় এক মাস লেগে যায়। বিরক্তিকর জ্বরঠোসা দ্রুত সারাতে চাইলে ঘরোয়া কিছু উপায় জেনে নিন: 
 
•    অ্যান্টি ভাইরাল উপাদানসমৃদ্ধ টি ট্রি অয়েল তুলায় নিয়ে ঘায়ের ওপরে লাগান। দিনে বেশ কয়েকবার দিলে ভাইরাস ইনফেকশন রোধ করে।
•    সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগার ভিজিয়ে কোল্ড সোর বা জ্বরঠোসার ওপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন

•    রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষততে দিনে দুই থেকে তিনবার লাগান 
•    ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে দুইবার ব্যবহার করুন
•    ঘরোয়া এ পদ্ধতিতে দ্রুত জ্বরঠোসার ঘা শুকিয়ে যাবে, দাগও দূর হবে। জ্বরঠোসায় কোনোভাবেই নখ লাগানো যাবে না।  
ঘা ছড়িয়ে পড়লে বা বেশি ব্যথা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।