ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাদ্যে ভেজালকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২

ঢাকা: খাদ্যে ভেজালকারীদের ও সমাজের অসাধু ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন ফুড অরগানাইজেশন নামক একটি সংগঠন।

সম্প্রতি ‘খাদ্য সচেতনতায় ভোক্তার করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মো. কামাল হোসেন এ দাবি জানান।



সভাপতির বক্তব্যে প্রতারিত না হওয়ার জন্য একজন সাধারণ ভোক্তা হিসেবে প্যাকেটজাত খাদ্য কেনার আগে প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দেখে খাবার দ্রব্য কেনার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল বাতেন মিয়া ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে একজন সাধারণ ভোক্তা করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলদেশ’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, হরটেক্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ড. ছালেহ আহমেদ, ড্যফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কেএম ফরমজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।