সাতক্ষীরা: সাতক্ষীরায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের জাল সনদ তৈরি করে বিক্রির অভিযোগে এস এম কবির (৪৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কবির সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী এলাকার মৃত সলেমানের ছেলে।
তিনি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির টেনিংয়ের সনদ তৈরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।
আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সূত্রে জানা গেছে, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাজীপুরে অবস্থিত ও সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশের বিভিন্ন জেলার পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। কবিরও এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। এরপর থেকে সেখানে জাল সনদ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলেন তিনি।
এ প্রসঙ্গে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মো. আমিনুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে সাতক্ষীরায় এসে দেখি, হুমায়ুন কবির আমাদের প্রতিষ্ঠানের নামে প্রেস থেকে জাল সনদ তৈরি করে ব্যবসা করছেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআই