ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইএনটি ও এইচ-এন চিকিৎসক সমিতি নির্বাচন

আব্দুল্লাহ সভাপতি খান সম্পাদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
আব্দুল্লাহ সভাপতি খান সম্পাদক

ঢাকা: নাক-কান-গলা (ইএনটি)ও হেড-নেক (এইচ-এন) সার্জারি বিষয়ের চিকিৎসকদের জাতীয় সংগঠন ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ’ এর নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. এ এ ফ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৯৮০ সালে ‘সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হলো।



শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) মিলন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে অধ্যাপক জাহেদুল আলম ও অধ্যাপক সাবাহউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার, যুগ্ম সম্পাদক পদে ডা. মাহমুদুল হাসান ও ডা. মাজহারুল শাহীন নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক: ডা. আবু ইউসুফ ফকির, বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. শেখ হাসানুর রহমান, দপ্তর সম্পাদক: ডা. মানস রঞ্জন চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক: ডা. দেবেশ চন্দ্র তালুকদার (বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত), সাংস্কৃতিক সম্পাদক : ডা. আশফাকুজ্জামান (সজল আশফাক), প্রকাশনা সম্পাদক:  ডা. জাকারিয়া সরকার।

সদস্য পদে নির্বাচিতরা হলেন, ডা. আবরার আহমেদ, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন চৌধুরী, অধ্যাপক মঞ্জুরুল আলম, ডা. আহমেদ রাকিব, ডা. আব্দুর রহমান, ডা. নাসিমা আক্তার, ডা. এ এফ এম ইকরামদ্দৌলা, ডা. আব্দুস সাত্তার, ডা. ডি জি এম আকাইদুজ্জামান, অধ্যাপক ডা. আবু হানিফ, ডা. নাজমুল ইসলাম মুন্না ও ডা. হাসান জাফর রিফাত।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১২
এমআই/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।