ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবীরসহ স্বাস্থ্যের ৪ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবীরসহ স্বাস্থ্যের ৪ কর্মকর্তা বদলি

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি করা হয়েছে।

পাশাপাশি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. শামিউল আলম এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক হিসেবে এবং অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে আইপিএইচ’র পরিচালক বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।