ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসকদের ৪ দফা যৌক্তিক: সমন্বয়ক হাসনাত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
চিকিৎসকদের ৪ দফা যৌক্তিক: সমন্বয়ক হাসনাত  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাবি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে ঘোষিত চার দফাকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১ সেপ্টেম্বর) ঢামেকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই কথা বলেন।

 

এরপর বিকেল ৫টায় যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

হাসনাত বলেন, ডাক্তারদের ওপর যে অযাচিত হামলা হয়েছে, তা নিন্দাজনক। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের সঙ্গে বসেছেন। আশা করি, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, ডাক্তারদের যে অবদান ও পেশাদারিত্ব, তাকে প্রতিস্থাপন করা সম্ভব নয়। ঢাকা মেডিকেলে, সোহরাওয়ার্দী মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে মিডফোর্ডে, মুগদা মেডিকেলে ডাক্তারদের ওপর হামলা হয়েছে। যারা এইসব হামলার সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা চাই ডাক্তারদের পেশাদারিত্বের জায়গা যেন প্রশস্ত থাকে। তারা যেন নিরাপদ অনুভব করে। তা না হলে তারা সেবা দিতে পারবে না।

উল্লেখ্য, আজ রোববার দুপুর দুইটায় ৪ দফা দাবিতে ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা।  

চিকিৎসকদের দাবিগুলো হলো-

১.চিকিৎসকদের ওপর হামলাকারীকে গ্রেপ্তার ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

২. সব হাসপাতালে সিকিউরিটি ২৪ ঘণ্টা থাকতে হবে।

৩. স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ চাই।

৪. স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন>> সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।