ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে আলাদা হলো যমজ শিশু শিফা ও রিফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ঢামেকে আলাদা হলো যমজ শিশু শিফা ও রিফা মা-বাবার কোলে যমজ শিফা ও রিফা

ঢাকা: বরগুনার বেতাগী উপজেলার বুক-পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া যমজ শিফা ও রিফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আলাদা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ৮২ জন চিকিৎসকের উপস্থিতিতে ১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইউনিট-৪ এর প্রধান অধ্যাপক ডা. সাহানূর ইসলাম। তিনি বলেন, অস্ত্রোপচার চলাকালে চিকিৎসকদের মধ্যে সহযোগিতার এক বিশেষ নজির তৈরি হয়।

শিফা ও রিফা বেতাগীর কাজিরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার (২৫) ও বাদশা মিয়া (৩০) দম্পতির সন্তান। গত বছরের ৭ জুন তাদের জন্ম হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সাহানুর ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে রিফা সুস্থ হয়ে উঠেছে, তবে শিফার রক্তে সংক্রমণ রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। দুই শিশুকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি মনিটর করা যায়।

বেশ কয়েক বছর আগে গাইবান্ধার জোড়া শিশু তোফা ও তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। সেই অস্ত্রোপচারেরও নেতৃত্বে ছিলেন ডা. সাহানুর ইসলাম।

তিনি বলেন, তোফা-তহুরার বয়স এখন সাত বছর। তারা এখনো ফলোআপে হাসপাতালে আসে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।