ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আইপিডিসিতে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আইপিডিসিতে ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার

ঢাকা: আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় ব্রেস্ট ক্যানসার সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

সেমিনারটি দেশব্যাপী স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে আইপিডিসির কার্যক্রমের একটি অংশ।

ব্রেস্ট ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধে আইপিডিসির নারী কর্মীদের সচেতন করাই ছিল এর মূল উদ্দেশ্য।  

প্রতিবছর অক্টোবর মাসে বিভিন্ন ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়। এ সময় নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রাথমিকভাবে ক্যানসার শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কার্যালয়ে ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে বিশেষজ্ঞরা নারীদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য-পরামর্শ দেন। আইপিডিসি ফাইন্যান্স তাদের নারী কর্মীদের জীবনমান উন্নত করতে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত ও জ্ঞানসমৃদ্ধ কমিউনিটি গড়তে সবসময় সচেষ্ট। এ সেমিনারটি দেশব্যাপী নারীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সহজলভ্য করার আইপিডিসির প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সবাই আশা করছে।  

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, আমরা বিশ্বাস করি, একটি স্বাস্থ্যসচেতন জাতি গঠনে সবারই নির্দিষ্ট কিছু ভূমিকা থাকে এবং এ সেমিনারের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যানসার সচেতনতা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন উদ্যোগকে আইপিডিসি ফাইন্যান্স সবসময়ই সমর্থন করেছে। তারই ধারাবাহিকতায়, এবার আমরা নারী সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।  

এ সেমিনারটির লক্ষ্য ছিল ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো এবং নারী স্বাস্থ্যের গুরুত্ব ও সমর্থন বাড়াতে আইপিডিসির কর্মীদের উৎসাহিত করা। সেমিনারটি আয়োজনের মাধ্যমে আইপিডিসির লক্ষ্য একটি স্বাস্থ্যসচেতন দল গঠন করা, যারা প্রতিরোধমূলক যত্নে ও সুস্থ থাকতে সক্রিয় পদক্ষেপ গ্রহণে আগ্রহী।  

এ প্রসঙ্গে আমরা নারী এবং আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর ফাউন্ডার ও চিফ কো-অর্ডিনেটর এম এম জাহিদুর রহমান বলেন, ব্রেস্ট ক্যানসার এমন একটি রোগ, যা অবহেলার কোনো সুযোগ নেই। আইপিডিসির সঙ্গে যৌথভাবে আমরা নারীদের সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে সচেতন করার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা দেশব্যাপী নারী ক্ষমতায়নে কাজ অব্যাহত রাখতে আশাবাদী।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।