ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি

ঢাকা: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আজকের সভায় আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।