ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নেসভেক লিভার চিকি‍ৎসায় নবদিগন্ত উন্মোচন করবে: অধ্যাপক সেলিমুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
নেসভেক লিভার চিকি‍ৎসায় নবদিগন্ত উন্মোচন করবে: অধ্যাপক সেলিমুর রহমান

ঢাকা: নাক দিয়ে বাষ্প গ্রহণের মাধ্যমে (NASVAC) লিভার তথা হেপাটাইটিস বি চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের আবতারনা করতে যাচ্ছেন বাংলাদেশের চিকিসকরা।  

বৃহস্পতিবার (১১ অক্টোবর) অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার, ঢাকা বাংলাদেশ সেগুন বাগিচাস্থ রিপোটার্স ইউনিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেলিমুর রহমান।



সংবাদ সম্মেলনে হেপাটাইটসি বি বিষয়ক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আন্তর্জাতিক সম্মেলন ঢাকা ২০১২ এর অর্জন, ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ, হেপাটাইটটিস বি ভাইরাসজনিত ব্যাধি সর্ম্পকে জণগনকে অবহিতকরণ বিষয়ে অ্যাসোসিয়েশনের বক্তব্য তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার, ঢাকা বাংলাদেশ এর প্রেসিডেন্ট বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সেলিমুর রহমান, সংগঠনের সেক্রেটারি জেনারেল ডা. মামুন আল-মাহতাব স্বপ্নীল, সহ-সভাপতি ডা. ফারুক আহমেদ, ট্রেজারার ডা. ফজল করিম, কার্যনির্বাহী সদস্য ডা. প্রভাত কুমার পোদ্দার ও ডা. ফজলে আকবরসহ অন্যান্ন নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, বি ভাইরাস জনিত চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ নতুন দিগন্তের অবতারনা করবে। আমাদের দেশের নবীন চিকিৎসকগণ তাদের গবেষণালদ্ধ জ্ঞান বৈজ্ঞানিক প্রবন্ধের মাধ্যমে এ সম্মেলনে উপস্থাপন করেছেন। বিশেষ করে বাংলাদেশ ও কিউবার চিকি‍ৎসকদের প্রচেষ্টায় প্রক্রিয়াধনি নেসভেক(Nasvac) পদ্ধতির চিকি‍ৎসা যা হেপাটাইটিস বি চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের আবতারনা করবে— এটা আমাদের বড় অর্জন হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস।

প্রসঙ্গত গত ৬-৭ অক্টোবর ২০১২ তারিখে ঢাকার হোটেল রুপসী বাংলায় ‘এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার এ হেপাটাইটিস বি’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার।

সাংবাদিক সম্মেলনে ডা. সেলিমুর রহমান বলেন, সম্মেলনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টিরও বেশি দেশের আনুমানিক ৬০জন ‍লিভার বিশেষজ্ঞ যোগদান করেন। দুইদিনব্যাপি সম্মেলনে চিকিৎসকরা তাদের গবেষনালব্ধ মূল্যবান বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেছেন।

সম্মেলনে তারা এশিয়ার বিভিন্ন দেশের হেপাটাইটসি বি ভাইরাস জনিত রোগীর সংখ্যা, রোগের লক্ষণ, রোগ নির্নয়ের পদ্ধতি ও রোগের চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া হেপাটাইটসি বি জনিত কারণে লিভার সম্পূর্ন নষ্ট হয়ে গেলে লিভার প্রতিস্থাপন চিকিৎসা সম্বন্ধেও আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  ক্যাপ্টেন (অব.)ডা. মুজিবুর রহমান ফকির এমপি, অধ্যাপক মাহমুদ হাসান, সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, উপাচার্য্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শিব কুমার সারিন, চেয়ারম্যান, স্টিয়ারিং কমিটি, এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার, অধ্যাপক মাসাও ওমাতা, এডিটর-ইন-চিফ, হেপাটোলজি ইন্টারন্যাশনাল এবং অধ্যাপক ওসামু ইওকোসোকা, মহাসচিব, এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার। সম্মেলনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার, ঢাকা বাংলাদেশের সভাপতি ও বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেলিমুর রহমান।

ডা. সেলিমুর রহমান বলেন, আমাদের দেশের নবীন চিকিৎসকরা তাদের গবেষণালব্ধ জ্ঞান বৈজ্ঞানিক প্রবন্ধের মাধ্যমে এ সম্মেলনে উপস্থাপন করেছেন। Nasvac বিষয়ে তিনি বলেন, এটি কিউবার একটি ঐতিহ্যবাহী চিকি‍ৎসা অনসরণের উদ্ধাবিত কার্যকরী লিভার চিকি‍ৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে নাক দিয়ে ঔষধের বাষ্প গ্রহণের মাধ্যমে লিভার চিকি‍ৎসা করা হয়।

তিনি বলেন, হেপাটাইটসি বি চিকিৎসার ক্ষেত্রে এ পদ্ধতি নতুন দিগন্তের অবতারনা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

সংবাদ সম্লেনে বক্তারা জানান, দুইদিনের ওই সম্মেলনে সারা দেশ থেকে ৫শ’ এর অধিক নবীন ও বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে লিভার বিষয়ক জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছেন।

সম্মেলনে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অফ দি লিভার নামে একটি সংগঠনের সূচনা করা হয় বলে জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।