ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ল্যাবএইড চিকিৎসক খাদেমুলে এফএসিএস ডিগ্রি লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
ল্যাবএইড চিকিৎসক খাদেমুলে এফএসিএস ডিগ্রি লাভ

ঢাকা: ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের চিফ কনসালট্যান্ট সার্জন অধ্যাপক ডাঃ এম খাদেমুল ইসলাম যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি লাভ করেছেন।

আমেরিকান কলেজ অব সার্জনস বার্ষিক কংগ্রেসে তাকে এ ফেলোশিপ ডিগ্রি দেওয়া হয়েছে।

বাংলাদেশে আধুনিক শল্য চিকিৎসা ও চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদানের  জন্য তাকে এ ডিগ্রি দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে আমেরিকান কলেজের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ ফেলোশিপ ডিগ্রি গ্রহন করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
এমইউএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।