ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডিসিসি ৫ কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
ডিসিসি ৫ কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ ৫টি আঞ্চলিক কার্যালয়কে মঙ্গলবার থেকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন।     
মঙ্গলবার নগর ভবন সেমিনার কক্ষে ধূমপানের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি সম্পর্কে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে কর্পোরেশনের সঙ্গে ঢাকা আহসানিয়া মিশনের এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় প্রশাসক এ ঘোষণা দেন।



অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান, সচিব মো. মাহবুব হোসেন, বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাড়াও ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।     

কর্পোরেশনের পক্ষে সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা আহসানিয়া মিশনের পক্ষে মো. ইকবাল মাসুদ চুক্তিতে স্বাক্ষর করেন।

ধূমপান বিরোধী আইন যথাযথভাবে কার্যকর করতে সংস্থায় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ইতোমধ্যে দায়িত্ব প্রদান করা হয়েছে। আইন অমান্যকারীকে জরিমানাসহ প্রয়োজনে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

নগর ভবনসহ ৫টি আঞ্চলিক কার্যালয়সমূহ ধূমপানমুক্ত রাখতে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রশাসক।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
এমআইআর/ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।