ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পাবনায় সাড়ে ৪ লাখ শিশুকে কৃমিনাশক খাওয়ানো হবে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩

পাবনা: পাবনা জেলার নয়টি উপজেলায় এবার চার লাখ ৪৮ হাজার ৪০ জন শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

বুধবার দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. তাহসীন বেগম এ তথ্য জানান।



‘কৃমিনাশক ওষুধ সেবন করি-কৃমি মুক্ত বাংলাদেশ গড়ি’ শ্লোগান নিয়ে আগামী ২১ থেকে  ২৭ এপ্রিল পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে।

এ উপলক্ষে পাবনার সিভিল সার্জন কার্যালয়ে দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. তাহসিন বেগম জানান, এবার পাবনা জেলার দুই হাজার ৩৪০টি স্কুলে চার থেকে ১২ বছর বয়সী শিশুদের কৃমিনাশক খাওয়ানো হবে।

এ কাজে সহায়তা করার জন্য ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে একটি ক্ষুদে চিকিৎসক দল গঠন করা হয়েছে।  

সিভিল সার্জন বলেন, ম্যাবেন্ডাজল নামের এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে-যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ক্ষুদে চিকিৎসক দলসহ সব কার্যক্রম স্বাস্থ্য বিভাগ মনিটরিং করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।