ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিশোরগঞ্জে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ চক্ষু ক্যাম্প শুরু

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৩

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে দু’দিনব্যাপী ভ্রাম্যমাণ চক্ষু ক্যাম্প শুরু হয়েছে।

শনিবার সকালে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান।



এ সময় সিভিল সার্জন ডাক্তার হুসাইন সারোয়ার খান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পে বারডেমের কনসালটেন্ট চিকিৎসক খুরশিদ জামানের নেতৃত্বে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক লেজার পদ্ধতিতে চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করছেন। ক্যাম্পে দু’শতাধিক চক্ষু রোগী রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে।

দুমাস অন্তর এ ভ্রাম্যমাণ দলটি কিশোরগঞ্জে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন বলে ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।