ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৪, ২০১৩

ভোলা: ভোলায় অসহায়, দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।



এ কার্যক্রমের আওতায় সপ্তাহের তিনদিন বিনামূল্যে রোগীদের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে।

জেলা প্রশাসন ও  মুসলিম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম ইনস্টিটিউটের সহ-সভাপতি গোলাম মোস্তফা।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার উত্তম কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।