ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসা-সরঞ্জাম প্রদর্শনী ৯-১১ মে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৩

ঢাকা: মেডিকেল ও শল্য চিকিৎসার যন্ত্রপাতি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী হবে আগামী ৯-১১ মে। বেলা ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধ‍ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



‘৫ম মেডিটেক্স বাংলাদেশ ২০১৩’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীটি ব্যবসায়ী ও চিকিৎসকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে মেডিকেল ইকুইপমেন্ট, ডিভাইসেস, ডিসপোজেবল, ইলেক্ট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট ও টেকনোলজি, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট ও এক্সেসরিস, ডেন্টাল ও ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এবং একসিডেন্ট ও ইমারজেন্সি ইকুইপমেন্ট প্রদর্শন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫, মে ০৪, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।