ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বঙ্গবন্ধু মেডিকেলে বৈকালিক চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৩
বঙ্গবন্ধু মেডিকেলে বৈকালিক চিকিৎসাসেবা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে হেমাটোলজি বিভাগের বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসাসেবা। আগামী শনিবার১ জুন দুপুর দেড়টায় বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এ চিকিৎসা সেবার উদ্বোধন করবেন।



বিশ্ববিদ্যালয়ের টিনসেড বহির্বিভাগের ২ নম্বর ব্লকের ৮ নম্বর কক্ষে চালু হবে এ বৈকালিক সেবা কার্যক্রম। ব্লাড ক্যান্সার-লিউকোমিয়া, লিম্ফোমা, মাইলোমা, রক্তস্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আইটিপি, ডিআইসি, থ্রোম্বোসিস, হেমোরেজিক ডেঙ্গুজ্বরসহ সব ধরনের রক্তজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের এখানে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুসসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময় ১৮৩৬ ঘন্টা, মে ২৮, ২০১৩
এমএন/ সম্পাদনা: শাহজাহান মোল্লা/ সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।