ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১২ হাজার কমিউনিটি ক্লিনিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
স্বাস্থ্যসেবায় নিয়োজিত ১২ হাজার কমিউনিটি ক্লিনিক

ময়মনসিংহ: স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সারাদেশে ১২ হাজার দুইশ ৬০টি কমিউনিটি ক্লিনিক একযোগে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, এমপি।

তিনি বলেন, “এসব ক্লিনিক থেকে প্রতি মাসে ছয় কোটি লোককে আউটডোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশে এখন প্রসবজনিত মাতৃ মৃত্যু নেই বললেই চলে। এ সরকারের আমলে দেশ পোলিও মুক্ত হয়েছে। ”

শনিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নবনির্মিত হাসপাতাল ভবনে ‘গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, “সংশ্লিষ্ট এলাকার জন প্রতিনিধিরা আপনাদের বাসায় বাসায় গ্যাস পৌঁছে দিতে না পারলে ভোটে তাদের উপযুক্ত জবাব দেবেন। ”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, বিশিষ্ট চক্ষু বিশেষঞ্জ ডা. হরিশংকর দাস, সহকারী কমিশনার (ভূমি) আবদুল সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুনায়েদ হাসান প্রমুখ।

পরে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপজেলার সাতশ ৯০ জন প্রাথমিক শিক্ষককে একটি করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।