ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে চালু হচ্ছে নার্সিং হোস্টেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২২, ২০১৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার নার্সিং হোস্টেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং ব্যাংক এশিয়া লিমিটেড’র চেয়ারম্যান এ. রউফ চৌধুরী।



পরীবাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীদের জন্য এ আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজার ডিরেক্টর আমিনুল ইসলাম, বিএসএমএমইউ’র চিফ এস্টেট অফিসার ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. জাফর ইকবাল, মো. শাহিদ আকতার প্রমুখ।    

অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব গ্রাজুয়েট নার্সিং চালু করতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পাশাপাশি নার্সিং হোস্টেল নির্মাণে ব্যাংক এশিয়ার আর্থিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রউফ চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্যখাতে সেবা কার্যক্রমে অবদান রাখার অংশ হিসেবে ব্যাংক এশিয়া লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নার্সিং হোস্টেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রমে ব্যাংক এশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি সংশ্লিষ্টদের নার্সিং হোস্টেল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৩
এমএন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।