ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সরফরাজ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৩
চট্টগ্রামের নতুন সিভিল সার্জন ডা. সরফরাজ

চট্টগ্রাম: চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী।

তিনি সোমবার তার কার্যালয়ে নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়বের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট ফর ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে পরিচালক পদে বদলি করা হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১৯ জুন ডা. আবু তৈয়ব চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগ দেন। ২০০৯ এর ৭ এপ্রিল সিভিল সার্জন হিসেবে তার পদোন্নতি হয়। টানা ছয় বছর ১২ দিন ডেপুটি ও সিভিল সার্জন পদে দায়িত্ব পালন করেন তিনি।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (চট্টগ্রাম) ডা. কাজী শফিকুর রহমান ডা. সরফরাজ খানের চট্টগ্রামে সিভিল সার্জন হিসেবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩ ২২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৩

এমবিএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।