ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

এনাম মেডিকেলে এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
এনাম মেডিকেলে এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা: এনাম মেডিকেল কলেজ হাসপাতালের যোগ হচ্ছে অত্যাধুনিক সুবিধা সংবলিত চারটি এয়ার অ্যাম্বুলেন্স।

অতি দ্রুত দেশের যে কোনো অঞ্চল থেকে রোগী পরিবহনে এই এয়ার অ্যাম্বুলেন্স কার্যকরী ভূমিকা রাখবে।

বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ উপলক্ষে রাজধানীতে এনাম মেডিকেল ও র্যাপিড এভিয়েশনের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনাম মেডিকেলের পক্ষে ছিলেন হাসপাতালটির চেয়ারম্যান ডাঃ এনামুর রহমান এবং র্যাপিড এভিয়েশনের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনাম মেডিক্যাল কলেজের পরিচালক ডাঃ শবনম ফাতেমা এনাম, পরিচালক শাঈখ মোঃ এনাম এবং র‌্যাপিড এভিয়েশনের পরিচালক শামসুন্নাহার ইসলাম, হেড অব ফ্লাইট অপারেশন্স শাহরিয়ার সিজান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৩
কেএইচ/আরআর/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।