ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ড্যাবের প্যানেল পরিচিতি সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
ড্যাবের প্যানেল পরিচিতি সভা

ঢাকা: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল পরিচিতি সভার আয়োজন করছে।

বৃহস্পতিবার বিকেল আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ, সাবেক এমপি ও সিনেট নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মনিরুল হক চৌধুরী।



প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

জাতীয়তাবাদী পরিষদের প্যালেন পরিচিতি অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
এমজেএফ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।