ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হাঁটাহাঁটিতে কমবে স্তন ক্যান্সারের ঝুঁকি!

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
হাঁটাহাঁটিতে কমবে স্তন ক্যান্সারের ঝুঁকি!

ঢাকা: যে সব নারীরা প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটতে পারবেন, তারা স্তন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে ছেঁটে ফেলতে পারবেন!

সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে।

গবেষণা প্রতিবেদনটিতে জানা গেছে, ১৭ বছর বয়সী প্রায় ৭৩ হাজার কিশোরীর ওপর জরিপ করে দেখা গেছে, প্রতি সপ্তাহে কমপক্ষে সাত ঘণ্টা করে হাঁটার ফলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে গেছে।



যুক্তরাষ্ট্রের ক্যান্সার স্যোসাইটি টিম জানিয়েছে, স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্টভাবে হাঁটার সম্পর্ক রয়েছে। আর এটা এবারই প্রথম দেখা গেলো।

অপরদিকে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা বলছেন, এটা আরও একটি প্রমাণ যে, জীবন-যাপন প্রক্রিয়া ক্যান্সারের ওপর প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এমআইপি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।