ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: পরীক্ষা গ্রহণের দুই দিনের মাথায় রোববার মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।

এছাড়াও অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এ ফল পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষের জন্য গত শুক্রবার মেডিকেল ও ডেন্টালের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৬৮ হাজার ১৭২ জন শিক্ষার্থী।

সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নয় হাজার ১৯৪টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১২টি এবং ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৮০০টি।

এছাড়া ১০টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৩২টি আসন রয়েছে। ১৮টি বেসরকারি ডেন্টাল ইনস্টিটিউটে আসন রয়েছে ১ হাজার ৫০টি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এমআইএইচ/এমএন/জেডএম/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।