ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

তামাকে আসক্ত হচ্ছেন নারীরাও

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৩
তামাকে আসক্ত হচ্ছেন নারীরাও

ঢাকা: আর্থিক লাভের উদ্দেশ্যে তামাক ব্যবসায়ীরা সবাইকে তামাক ব্যবহারে উৎসাহী করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে তামাক ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়ছেন নারীরাও।



বুধবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জানি এবং আইনকে মানি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত এ কথা বলেন।

জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট এ সেমিনারের অয়োজন করে।

প্রাণগোপাল দত্ত বলেন, ‘বিশেষ করে পরিশ্রমী নারী, যারা ইটভাঙা বা কারখানার উৎপাদন কাজে নিয়োজিত ও নানারকম ভারী কাজ করেন তাদের প্রক্রিয়াজাত সাদাপাতা, জর্দা, খৈনি, গুল ইত্যাদি দেওয়া হচ্ছে কাজের উৎপাদনশীলতা আরও বাড়াতে। আর দীর্ঘসময় ধরে কাজ করতে পারার কারণে এগুলোর ক্ষতিকর দিক না জেনে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, দরিদ্র নারীরা এসব ব্যবহার করছেন।

তামাক বর্জন করার বিষয়ে তিনি বলেন, দীর্ঘসময় ধরে যারা বিভিন্নভাবে তামাক বা মাদক ব্যবহার করছেন তারাও শুধু ইচ্ছাশক্তির জোরেই তা বর্জন করতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পদার্থবিদ আইনস্টাইন, প্রখ্যাত রাজনীতিবিদ ফিদেল কাস্ট্রো প্রমুখ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তাদের অনেকেই মারাক্তকভাবে মাদকাসক্ত হলেও পরবর্তীতে নিজেদের উদ্যোগেই তা সম্পূর্ণভাবে বর্জন করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান প্রধান দলগুলোর নির্বাচনি ইশতেহারে তামাক ও মাদকবিরোধী কর্মসূচির বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানান সেমিনারের বিশেষ অতিথি কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে প্রতিবছর তামাক ও মাদকের কারণে মৃত্যুবরণ করেন অন্তত ৫৭ হাজার মানুষ।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবিকের সভাপতি রফিকুল ইসলাম মিলন, দ্য ইউনিয়নের টেকনিক্যাল কনসালট্যান্ট ইসরাত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৩
এফআইএস/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।