ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্তন ক্যানসার সচেতনতা দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
স্তন ক্যানসার সচেতনতা দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনা গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতন দিবস।

বাংলাদেশে এবছর দিবসটির প্রতিপাদ্য ‘জেগে উঠুন জেনে নিন’, ‘থিঙ্ক পিঙ্ক’ এর আলোকে সবকিছুতেই থাকবে গোলাপির আভা।



বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এতে ফোরামের সদস্য সহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

এছাড়া বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সমাবেশ, আলোচনা ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেসরকারি সংগঠন সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড
রিসার্সের (সিসিপিআর) নেতৃত্বে আরও ১২টি সংগঠন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনা ফোরাম গড়ে তুলেছে।
এদের মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, বাংলাদেশ আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল, আন্তর্জাতিক সংস্থা ইয়াং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন বাংলাদেশ, এডুকেশন ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং অপরাজিতা।

উল্লেখ্য, স্তন ক্যানসার সচেতনা মাস হিসেবে অক্টোবর মাসে বিশ্বব্যাপী
নানা কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশে এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে স্তন ক্যানসার সচেতনতা দিবস।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এসএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।