ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
সাভারে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

সাভার (ঢাকা): বিশ্বের ৮০টি দেশের সঙ্গে তাল মিলিয়ে সাভার সিআরপিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস ২০১৩।

রোববার সকালে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) দিবসটি পালন করে।

 

দিবসটি উৎযাপন উপলক্ষে সকাল থেকে সারা দিনব্যপী বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি এ টেইলর ছাড়াও সিআরপির শিক্ষকসহ প্রায় তিনশতাধিক শিক্ষার্থী ও সাভারের সব স্তরের অকুপেশনাল থেরাপিস্টরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সামান্য পরিচর্যা ও কৌশল অবলম্বন করলে একজন শারীরিক প্রতিবন্ধীও স্বাভাবিক মানুষের মতো চলতে পারে।

এছাড়া অকুপেশনাল থেরাপি পেশা যথেষ্ট কার্যকর ও এর চিকিৎসা সেবা সম্পর্কে দেশব্যাপী প্রচারণাই দিনটির প্রধান উদ্দেশ্য বলেও জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৩
ওএফ/এএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।