ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জাপান-বাংলাদেশ নার্সিং ইন্সটিটিউটে শিরাবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৩
জাপান-বাংলাদেশ নার্সিং ইন্সটিটিউটে শিরাবরণ

ঢাকা: জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইন্সটিটিউটের প্রথম ব্যাচের ৪০ জন সেবিকার শিরাবরণ অনুষ্ঠান-২০১৩ (Capping Ceremony-2013)  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর দেড়টায় হাসপাতাল প্রাঙ্গণে ৪০ জন সেবিকার মাথায় ক্যাপ পরিয়ে দেওয়া হয়।



অনুষ্ঠানে সেবিকারা ৪০টি প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শপথ নেন।

শপথ অনুষ্ঠানে আগত অথিথিরা দেশের সেবার মান কীভাবে উন্নত করা যায় এবং একজন সেবিকা কীভাবে অর্পিত দায়িত্ব পালন করবে তার উপর বিষদ আলোচনা করেন।

একই সঙ্গে সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করার জন্য উপস্থিত সেবিকাদের ধন্যবাদ জানান।

এতে সভাপতিত্ব করেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইন্সটিটিউটের চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাঈম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইন্সটিটিউটের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. জোনাইদ শফিক, ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ড. জি ইউ আহসান ও গভর্নিং বডির সদস্য প্রফেসর ডোনাল্ড জেমস গোমেজ।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রতিষ্ঠিত হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইন্সটিটিউট।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
বিজ্ঞপ্তি/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।