ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩

কুষ্টিয়া: ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে সজাগ হোন, ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুণ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়াতেও পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে মুজিবুর রহমান ডায়াবেটিক হসপিটাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ, কুষ্টিয়া ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার শফিকুল আলম, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কুষ্টিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৬০২ নভেম্বর ১৪, ২০১৩
পিসি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।