ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

স্বাভাবিক পা ফিরে পেলো ৫৮৮ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
স্বাভাবিক পা ফিরে পেলো ৫৮৮ শিশু

রাজশাহী: পনসেটি পদ্ধতিতে চিকিৎসা করে গত সাড়ে তিন বছরে ৫৮৮ শিশুর সাড়ে আটশ’ বাঁকা পা সোজা করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনুষ্ঠিত ‘পনসেটি পদ্ধতিতে চিকিৎসা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।



সেমিনারে বাঁকা পা নিয়ে জন্মানোর পর স্বাভাবিক হওয়া শিশু নীলসহ আরও বেশ কয়েকজন শিশুকে উপস্থিত করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেক হাসপাতলের অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. বি. কে দাম। বিশেষ অতিথি ছিলেন রামেক হাসপাতালের পরিচালক সাইদুর রহমান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. দায়েম উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৩৪১, নভেম্বর ১৯, ২০১৩
এসএস/এসএটি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।