ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে যক্ষ্মা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩

যশোর: যশোরে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংগঠন নাটাব এ সভার আয়োজন করে।



সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জিজিএ কাদরি।

বিশেষ অতিথি ছিলেন যশোর টিবি ক্লিনিকের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. প্রভাত কুমার নাথ ও নাটাবের কমিউনিকেশন অফিসার জিয়াউর রহমান।

বক্তব্য রাখেন নাটাবের সোস্যাল মোবিলাইজার জিয়াউর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমামরা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
পিসি/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।