ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ইসলামী ব্যাংকের ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
ইসলামী ব্যাংকের ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

বগুড়া: ইসলামী ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন ব্যাংক কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে শাখা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন শেষে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।



প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোশাররফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ. এনায়েত উদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডা. ময়েন উদ্দিন শাখা ব্যবস্থাপক এ.ভি.পি. আব্দুল খালেক প্রমুখ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ব্যাংক বগুড়ার জনসংযোগ কর্মকর্তা প্রিন্সিপ্যাল অফিসার খায়রুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।