ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মৌলভীবাজারে বিনামূল্যে চক্ষু শিবির‍

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩

মৌলভীবাজার: মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সমাজসেবা যুব পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় বলিয়ারভাগ হাফিজিয়া মাদ্রাসায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মশাহিদ আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান, চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, সমাজসেবা যুব পরিষদের সভাপতি কামরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিপলু, কোষাধ্যক্ষ শেখ মাছুম আহমেদ প্রমুখ।

চক্ষু শিবিরে ৬০ জন পুরুষ ও নারীকে বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।