ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জাতীয় টিকা দিবস উপলক্ষে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩

সুনামগঞ্জ: ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সিভিল সার্জনের কার্যালয়।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রশিক্ষণ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এটিএমএ রকিব চৌধুরী জানান, জেলার ৪টি পৌরসভা ও সদর উপজেলাসহ ১১টি উপজেলার ৮৮টি ইউনিয়নে ০ থেকে ৫ বছর বয়সী তিন লাখ ৯২ হাজার ১৮০ শিশুকে পোলিও খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবসে ২ হাজার ১৮৪টি টিকা কেন্দ্রের মাধ্যমে ২৬৭ জন সিনিয়র সুপারভাইজার, ২৭০জন সুপারভাইজার, ৩৪২ জন স্বাস্থ্যকর্মী, ৩৫৬ জন পরিবার পরিকল্পনা কর্মীসহ ১১ হাজার ১৬৭জন স্বেচ্ছাসেবী পোলিও খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করবেন।

তিনি আরও জানান, আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১৪ বছরের কম বয়সীদের হাম ও রুবেলা টিকা দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা.অজিত চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. অতনু ভট্টাচার্য্য ও স্থানীয় সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।