ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে জাতীয় টিকা দিবসের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
রাজশাহীতে জাতীয় টিকা দিবসের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জাতীয় টিকা দিবস উপলক্ষে শনিবার সকালে নগর ভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

শিশুদের টিকা খাইয়ে রাজশাহীতে দিবসটির সূচনা করেন তিনি।

এ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে মেয়র বুলবুল বলেন, কোনো শিশুই যেন টিকা খাওয়ানো থেকে বাদ না পড়ে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

এ বিষয়ে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান মেয়র।

রাজশাহী সিটি করপোরেশনের শিক্ষা, স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি আবু বাক্কার কিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ নূরুন্নাহার বেগম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসিরা খানম, নাজমা খাতুন, সামসুন নাহার, প্রধান নির্বাহী কর্মকর্তা  আজাহার আলী, সচিব একেএম মাসুদুজ্জামান, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।