ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

২ বছর গ্রামে না থাকলে ডাক্তারদের চাকরি থাকবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
২ বছর গ্রামে না থাকলে ডাক্তারদের চাকরি থাকবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২ বছর গ্রামে থেকে চিকিৎসক সেবা না দিলে ডাক্তারদের চাকরি থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রয়োজনে এ লক্ষ্যে আইন তৈরি করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে মতবিনিময় ও পরিচিতি সভায় একথা বলেন মন্ত্রী।

নতুন দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো স্বাস্থ্য অধিদপ্তরে যান মোহাম্মদ নাসিম। চিকিৎসকদের গ্রামে থাকার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, অন্য সকল সরকারি কর্মকর্তারা যদি ৩ বছর উপজেলা পর্যায়ে থাকতে পারেন, তবে চিকিৎসকরা কেন পারবে না! অথচ, তারাও সমান বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন। আর এখন গ্রামেও যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। রয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট সেবা।

নাসিম বলেন, আমার প্রথম কাজ হবে চিকিৎসকদের কমপক্ষে ২ বছর গ্রামে রাখা। তা না হলে তাদের চাকুরি থাকবে না ইনশাল্লাহ্‌।

তিনি আরও বলেন, এখন আর বুঝিয়ে কাজ হবে না। প্রয়োজনে শক্ত হতে হবে। আইন করে চিকিৎসকদের গ্রামে রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি তিনি বলেন, আপনারা ডাক্তারদের জন্যে তদবির করতে আসবেন না।

মন্ত্রী বলেন, দেশে নতুন ট্রেন্ড চালু হয়েছে বেসরকারি মেডিকেল খোলার। তদবিরের মাধ্যমে আর কোনো বেসরকারি মেডিকেলের অনুমোদন দেওয়া হবে না।

চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার শেফায়েতউল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অধিদপ্তরের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪ আপডেট: ১৭৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।