ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সৌদি আরব যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

মোহাম্মদ আল আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
সৌদি আরব যাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

রিয়াদ: শুক্রবার পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরব আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ প্রেসিডিয়াম কমিটির সদস্য মো. নাসিম।  

 

সৌদি আরব সফরে এসে শুক্রবার সস্ত্রীক পবিত্র উমরাহ পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

শনিবার যোগ দেবেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায়।

 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ডা. কে এম মাসুদুর রহমান।  

 

রোববার স্বাস্থ্যমন্ত্রী বৈঠক করবেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ড. আব্দুল্লাহ আল রাবিইয়ের সঙ্গে। এরপর রোববার রাতেই জেনেভার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।