ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাদেশ মেডিকেল কলেজে স্বাভাবিক চিকিৎসা সেবা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বাংলাদেশ মেডিকেল কলেজে স্বাভাবিক চিকিৎসা সেবা বন্ধ

ঢাকা: রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা না পাওয়ার প্রতিবাদে গত ১০ দিন ধরে চলমান আন্দোলনে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।



সুযোগ-সুবিধা পাওয়ার দাবিতে আন্দোলন করছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আন্দোলনরতদের দাবি পূরণ না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।

কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

হাসাপাতাল সূত্র জানায়, ইনডোরে ভর্তি রোগীদের সেবা প্রদান অব্যাহত রয়েছে। তবে বহির্বিভাগে কোনো টিকিট বিক্রি হচ্ছে না।

আবু সাঈদ মিয়া বলেন, সরকার থেকে মহার্ঘ্য ভাতাসহ যেসব সুবিধা দেওয়া হয়েছে, তার কোনোটাই মানছে না কৃর্তপক্ষ। এ কারণে বেশ কিছুদিন ধরেই এসব দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। এর মধ্যে কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার অভিযোগে রোববার ও সোমবার ক্লাস বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
 
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।