ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি মেটাবে ‘প্রোফম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১০, ২০১৪
গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি মেটাবে ‘প্রোফম’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপ বাজারে নিয়ে এসেছে ‘নিউট্রেশন সাপ্লিমেন্ট প্রোফম’। যা গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্যই শুধু নয়, মা হতে আগ্রহী নারীদের জন্যও গরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।



আন্তর্জাতিক মা দিবসকে সামনে রেখে নতুন এ পণ্য বাজারজাত করা হচ্ছে।
 
শনিবার দুপুরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪০০ গ্রাম জারে প্রোফম বাজারজাত হবে। এর মূল্য ধরা হয়েছে ৫৫০ টাকা।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, গর্ভাবস্থায় নারীর দৈহিক ও মানসিক স্বাস্থ্য সন্তানের বিকাশে প্রভাব ফেলে। এ সময় মায়েদের যতটা সম্ভব মানসিকভাবে স্থির থাকতে হবে। এজন্য তাদের শরীরে সব ধরনের পুষ্টি উপদান পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত করতে হবে। গর্ভাবস্থায় নারীর দেহে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, ভিটামিন সি, ওমেগা থ্রি ও জিঙ্কের প্রয়োজন হয়। প্রোফম তাদের এসব উপাদানের যোগান দেবে। প্রোফম শুধু গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্যই নয়, মা হতে আগ্রহী নারীদের জন্যও গরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।
 
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সন্তানের দৈহিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে মায়েদের সবার আগে নিজের প্রতি যত্নশীল হতে হয়। এমনকি নবজাতকের জন্মের পরও মায়েদের নিজের পুষ্টির যোগানের কথা মাথায় রাখতে হয়। সন্তানকে বুকের দুধ পান করানো অবস্থায় মায়েদের গর্ভকালীন সময়ের চেয়েও বেশি সচেতন হতে হয়। তাই গর্ভকালীন ও পরবর্তী সময়ের পুষ্টির যোগান নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপ এ পণ্য নিয়ে এসেছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী, পুষ্টি বিশেষজ্ঞ তামান্না চৌধুরী, ব্র্যান্ড ও গবেষণা বিষয়ক উপদেষ্টা তাসনিম এ করিম এবং সেলস ও মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল মাহমুদ।
 
পুষ্টি বিশেষজ্ঞ তামান্না চৌধুরী বলেন, আমদের দেশে মেয়েদের অনেক ধরনের সমস্যা রয়েছে। মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়। আবার খাবারের দিক থেকেও সমস্যা রয়েছে। তাই আমাদের দেশের মায়েদের পুষ্টি সমস্যায় ভূগতে হয়।
 
তিনি বলেন, মায়েদের উপযুক্ত পুষ্টি দেওয়া হলেই একটি সুস্থ সন্তান পাওয়া যাবে।

তামান্না চৌধুরী আরও বলেন, গর্ভকালীন সময় মায়েদের প্রচুর পরিমাণে ফলিক এসিড, ডিএইচএ, ওমেগা থ্রির প্রয়োজন হয়। ডিএইচএ ও ওমেগা থ্রি সামুদ্রিক মাছ থেকে পাওয়া যায়, কিন্তু সামুদ্রিক মাছ সব সময় পাওয়া যায় না। প্রোফমের মাধ্যমে এসব পুষ্টির সমাধান হবে।
 
প্রোফম সম্পর্কে তিনি বলেন, একটি খাবারে উপযুক্ত সব পুষ্টি থাকলে তা মায়ের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ পণ্যটির মাধ্যমে আমরা মায়েদের কাছে পুষ্টি পৌঁছাতে পারবো।
 
আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ করিম বলেন, প্রোফম এসেছে অস্ট্রেলিয়া থেকে। রোববার বিশ্ব মা দিবস। মা দিবসে মায়েদের পুষ্টির বিষয়টি খুব একটা আলোচনা হয় না।
 
তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ১৪ থেকে ৩০ শতাংশ মা পুষ্টি সমস্যায় ভোগেন। গ্রামের পাশাপাশি শহরের মায়েরাও উপযুক্ত পুষ্টি যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন। প্রোফম গ্রহণের মাধ্যমে মায়েদের প্রয়োজনীয় পুষ্টির অভাব দূর হবে।
 
তিনি আরও বলেন, গর্ভবতী মায়েদের প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ফলিক এসিড ও ৩০০ মিলিগ্রাম ডিএইচএ প্রয়োজন হয়। প্রোফম মায়েদের এ প্রয়োজন মেটাবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।