ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গ্ল্যাক্সোস্মিথক্লেইনের বিরুদ্ধে চীনে ঘুষ লেনদেনের অভিযোগ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৪
গ্ল্যাক্সোস্মিথক্লেইনের বিরুদ্ধে চীনে ঘুষ লেনদেনের অভিযোগ!

ঢাকা: ব্রিটেনভিত্তিক ওষুধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) বিরুদ্ধে চিকিৎসক ও হাসপাতালে ঘুষ লেনদেনের অভিযোগ এনেছে চীন।

বুধবার চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগের কথা জানায়।



অভিযোগে বলা হয়েছে, ব্রিটেনভিত্তিক গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) ব্রিটিশ নির্বাহী মার্ক রেইলি কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে ডাক্তার ও হাসপাতালগুলোতে তাদের ওষুধ বিক্রির জন্য ঘুষের মাধ্যমে অবৈধ লেনদেন করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, কোম্পানির ব্রিটিশ নির্বাহী মার্ক রেইলি চীনের ডাক্তার ও হাসপাতালগুলোতে অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার জন্য কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ব্যবহার করেছেন।

ব্রিটেনভিত্তিক ওষুধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) বিরুদ্ধে এই প্রথম চীন কোনো অভিযোগ আনলো।

এর আগে অবশ্য চিকিৎসক ও হাসপাতালে ঘুষ দেওয়ার অভিযোগে চীনের চার ব্যবস্থাপককে বিচারের মুখোমুখি করে সেদেশের পুলিশ।

বিবৃতিতে অভিযোগ করা হয়, গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) ব্রিটিশ নির্বাহী মার্ক রেইলি অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বড় ধরনের একটা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চাপ দিতেন যেন তারা চিকিৎসক ও হাসপাতালগুলোতে কোম্পানির ওষুধ বিক্রির জন্য অনৈতিক সুবিধা দেয়।  

বলা হয়, গ্ল্যাক্সোস্মিথক্লেইন (জিএসকে) এ ধরনের অনৈতিক কাজে অন্তত দেড়শ মিলিয়ন ডলার অবৈধ লেনদেন করেছে।

চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) ব্রিটিশ নির্বাহী মার্ক রেইলি এবং তার দুই চীনা সহযোগী মিলে বেইজিং ও সাংহাইয়ের সরকারি কর্মকর্তাদের অনৈতিক আর্থিক সুবিধা দিয়েছেন, যেন তারা হাসপাতালগুলোতে জিএসকের ওষুধ সরবরাহে সুপারিশ করেন।
 
এদিকে, ব্রিটেনের সংবাদমাধ্যম জানায়, এ কারণেই গত বছর মার্ক রেইলিকে চীন ত্যাগে বাধা দেওয়া হয়।

চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লেইনের (জিএসকে) ব্রিটিশ নির্বাহী মার্ক রেইলির বিরুদ্ধে মামলা দায়েরের পর তা প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া রেইলির বিরুদ্ধে বেসরকারি সংস্থার কর্মচারীদের ও  কর্পোরেট ইউনিটকে ঘুষ দেওয়ার অভিযোগও আনা হবে।

এর সঙ্গে গ্ল্যাক্সোস্মিথক্লেইন (জিএসকে) কোম্পানির বিরুদ্ধেও কর্পোরেট অনৈতিক আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হতে পারে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।