ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শিকদার মেডিকেলের সেই চিকিৎসককে বরখাস্ত

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৪
শিকদার মেডিকেলের সেই চিকিৎসককে বরখাস্ত

ঢাকা: দেশের একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শফিউল আলমকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে অভিযুক্ত ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়।



এর আগে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার শিশির মোড়ল নামে ওই সাংবাদিককে শফিউল আজম মারধর করলে দেশজুড়ে এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটন‍ায় দেশের সব মহলের মানুষ তীব্র প্রতিবাদও জানায়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।