ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ওসমানী মেডিকেলে নার্সদের উপর চড়াও ইন্টার্ন ডাক্তাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১৯, ২০১৪
ওসমানী মেডিকেলে নার্সদের উপর চড়াও ইন্টার্ন ডাক্তাররা

সিলেট: এবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের উপর চড়াও হলো ইন্টার্ন ডাক্তাররা।

রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাসেবা দেওয়াকে কেন্দ্র করে বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্র প্রলয়ের সঙ্গে ইন্টার্ন ডাক্তার জনি ও তোফায়েলের কথা কাটাকাটি হয়।

এসময় ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে প্রলয়কে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা মুখোমুখি অবস্থান নেন।

পরে কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডাক্তারদের বরাত দিয়ে তিনি বাংলানিউজকে বলেন, প্রলয়কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ ঘটনার জের ধরে সোমবার সকালে আবারও হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ইন্টার্ন ডাক্তার ও নার্সরা। এ মুহূর্তে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।